১। নতুন প্রতিষ্ঠানের ছাড়পত্র নিতে কি প্রয়োজন?
২। স্থানীয় কর্তৃপক্ষের অনাপত্তিপত্র কিভাবে এবং কার কাছে নিতে হবে?
উত্তর: পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত ছকে কারখানা/প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর এর নিকট হতে গ্রহণ করতে হবে
লিংক।
৩। পরিবেশগত ছাড়পত্র ও নবায়ন ফি এবং ভ্যাট চালান কোড নম্বর কোথায় পাওয়া যাবে?
উত্তর: ছাড়পত্র/নবায়ন ফি কোড:
১৪২২৩১৯
ভ্যাট চালানের কোডের
লিংক
৪। গবেষণাগারের ফি জমা দেয়ার কোড নম্বর কি?
উত্তর: গবেষণাগারের ফি জমা প্রদানের কোড নম্বর ১৪২২৩২৯
৫। ইএমপি এবং আাইইই প্রতিবেদন কি এবং কোথায় পাওয়া যাবে?
উত্তর: ইএমপি এবং আাইইই ফরমেটের
লিংক |
লিংক |
লিংক
৬। ছাড়পত্র/নবায়ন কতদিনে প্রদান করা হবে?
উত্তর: যথাযথ কাগজপত্রসহ আবেদন দাখিল করা হলে নির্ধারিত সময়ে প্রদান করা হবে
লিংক।
৭। ছাড়পত্র ফি কত বা কিভাবে নির্ধারিত হয়।
উত্তর: ছাড়পত্র ফি প্রদানের তালিকার
লিংক
৮। ছাড়পত্র ফি কিভাবে জমা প্রদান করতে হবে?
উত্তর: ট্রেজারী চালানের মাধ্যমে নির্ধারিত কোডে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা দিতে হবে।
৯। ছাড়পত্র/নবায়ন ফি কার বরাবর জমা দিতে হবে?
উত্তর: মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, ঢাকা।
১০। নবায়ন ফি কত বা কিভাবে নির্ধারিত হয়?
উত্তর: শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছাড়পত্র ফি এর এক চতুর্থাংশ এবং ইটভাটার ক্ষেত্রে ছাড়পত্র ফি এর অর্ধেক।
১১। আবেদন কিভাবে এবং কোথায় জমা প্রদান করবো?
উত্তর: অনলাইনে দাখিল এবং ফরম-৩ যথাযথভাবে পূরণপূর্বক প্রয়োজনীয় ফি ও কাগজপত্রসহ সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে।
১২। অনলাইনে কিভাবে আবেদন করবো?
উত্তর: ইন্টারনেট ব্রাউজারে
ecc.doe.gov.bd ঠিকানায় অথবা পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে
www.doe.gov.bd এর অনলাইন ছাড়পত্রের আবেদন অপশন ব্যবহার করে।
১৩। গবেষণাগার ফলাফলের জন্য আবেদন করার ক্ষেত্রে আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে কি-না?
উত্তর: আলাদা রেজিষ্ট্রেশনের প্রয়োজন নাই। পরিবেশগত ছাড়পত্র অটোমেশন সফটওয়্যারের রেজিষ্ট্রেশন ব্যবহার করে আবেদন করা যাবে।
১৪। অনলাইনে আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পাওয়া যাবে?
উত্তর: Forget password অপশন ব্যবহার করে অথবা sadiq.doe@gmail.com ঠিকানায় মেইলের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যেতে পারে।
১৫। অনলাইন আবেদনের মোবাইল নম্বর পরির্তন কিভাবে করবো?
উত্তর: মোবাইল নম্বর পরিবর্তনের জন্য sadiq.doe@gmail.com ঠিকানায় মেইল অথবা অধিদপ্তরের আইটি শাখায় যোগাযোগের মাধ্যমে।
১৬। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে রেজিষ্ট্রেশন করার পর ভেরিফিকেশন করার প্রয়োজন আছে কি অথবা কিভাবে করবো?
উত্তর: নেই।
১৭। ই-মেইল আইডি ও পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই এক্ষেত্রে করনীয় কি?
উত্তর: ই-মেইল আইডি ও পাসওয়ার্ড পরিবর্তনের জন্য sadiq.doe@gmail.com ঠিকানায় মেইল প্রেরণ অথবা 02-8181768 নম্বরে যোগাযোগের মাধ্যমে।
১৮। অনলাইনে আবেদন দাখিল করার পর সংশোধনের সুযোগ রয়েছে কি-না?
উত্তর: আবেদন দাখিল করার পর মূলত সংশোধনের কোন সুযোগ থাকে না; তবে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনলাইন ফাইল নম্বর ও দাখিলের তারিখসহ sadiq.doe@gmail.com এ ই-মেইল প্রেরণ করতে হবে।
১৯। অনলাইনে আবেদন Reject হলে করনীয় কি?
উত্তর: Reject এর কারণ ব্যাখ্যা করে Resubmit করতে হবে অথবা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগের প্রয়োজন হবে।
২০। সার্টিফিকেট ভেরিফিকেশন কিভাবে করা যায়?
উত্তর: ইন্টারনেট ব্রাউজারে ecc.doe.gov.bd ঠিকানায় গিয়ে
certificate verification অপশন ব্যবহার করে সর্টিফিকেট ভেরিফিকেশন করা যায়।
২১। ছাড়পত্র/নবায়নপত্রে ভুল রয়েছে এক্ষেত্রে সংশোধনের উপায় কি?
উত্তর: ছাড়পত্র/নবায়নপত্রে ভুলের অংশটুকু চিহ্নিত করে sadiq.doe@gmail.com এ ই-মেইল প্রেরণ এবং সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ।
২২। ছাড়পত্র/নবায়ন Approved এর এসএমএস পাওয়ার পরও ছাড়পত্র/নবায়ন কপি পাওয়া যাচ্ছে না।
উত্তর: সংশ্লিষ্ট অফিস প্রধান issue এর পর ছাড়পত্র/নবায়ন পাওয়া যাবে।
২৩। নবায়নের আবেদন করার জন্য (Renew) button পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে কি করনীয়?
উত্তর: সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে অথবা অনলাইন আবেদনের নম্বরসহ sadiq.doe@gmail.com এ ই-মেইল প্রেরণ করতে হবে।
২৪। চলমান কারখানা/প্রতিষ্ঠান এর ছাড়পত্র গ্রহণের জন্য ফি প্রদানের নিয়ম কি?
উত্তর: বিনিয়োগ অনুসারে ছাড়পত্র ফি এবং কারখানা/প্রতিষ্ঠান চালুর সাল হতে বর্তমান সময় পর্যন্ত প্রতিবছরের নবায়ন ফি (ছাড়পত্র ফি এর এক চতুর্থাংশ) ট্রেজারী চালনানের মাধ্যমে জমা দিতে হবে।
২৫। ল্যাবরেটরী বিভিন্ন টেস্ট ফি এর তালিকা